
আবু সাঈদ হত্যার ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)৭১ শিক্ষার্থীর বিরুদ্ধ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বিকেলে সিন্ডিকেট সভা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বেরোবির ভিসি ড. শওকত আলী।
ভিসি ড. শওকত আলী বলেন, আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত বেরোবির ৩৩ শিক্ষার্থীকে দুই ও ২৩ জনকে এক সেমিস্টার করে বহিষ্কারসহ ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে ১০৯তম সিন্ডিকেট সভায়। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথাও জানান তিনি।
ভিসি বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দুই শিক্ষক, চার কর্মকর্তা ও তিন কর্মচারীর বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শহীদ আবু সাঈদের ভাই রমজান আলীর করা মামলার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এব্যবস্থা নিলেও তারা কোনো মামলা করেনি।
শিক্ষার্থীদের তিন দফা দাবি সম্পর্কে সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে উল্লেখ করে ভিসি ড. শওকাত আলী বলেন, অবিলম্বে ওই ৭১ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার বেরোবির শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে তিন দফা দাবি জানিয়েছিল।
গত ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করেছিল। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী আবু সাঈদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীদের ওপর সশস্ত্র আক্রমণ চালায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved