
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায়ে জামালপুরে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার অভিযোগে মামলায় রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজন নেতাকে অব্যাহতি দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জামালপুর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল মো. হারুন অর রশিদকে আসামি করে মিথ্যা মামলা করেছিলেন। দীর্ঘদিন বাদীপক্ষ আদালতে সাক্ষী উপস্থাপন করতে না পারায় আদালত মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে ও সব আসামিদের অব্যাহতি দেওয়ার আদেশ দেন। এ সময় আদালতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই মামলাটি করা হয়েছিল। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved