
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের প্রাক প্রাথমিক, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
অন্য শ্রেণির শিক্ষার্থীদের বই পরে বিতরণ করা হবে। ১জানুয়ারি বুধবার মাঝিনা নদীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম তপন।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, শিক্ষানুরাগী মিসেস সেলিনা জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আআম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার মিয়া, মাহামুদুল হাসান খোকা, সুমন মোল্লা, নিজাম উদ্দিন সাউদ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved