
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
সোমবার(৩০ডিসেম্বর) দুপুরে ভৈরব প্রেসক্লাবে ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের উদ্দ্যেগে এ সংবাদ সম্মেলন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে নাগরিক সমাজ ঐক্য পরিষদের আহবায়ক মারুকি শাহিনের সভাপ্রতিত্বে উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আল মামুন সহ নাগরিক সমাজ ঐক্য পরিষদের সদস্যগনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের ব্যবসায়ীবৃন্ধ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন গ্রাহকদের নিজের টাকায় কেনা হাজার হাজার সচল মিটার বাদ দিয়ে কি কারনে প্রি-প্রেইড মিটার লাগাতে হবে তাহা বিদ্যুৎ বিভাগের কাছে জানতে চান গ্রাহকরা। যদি বিদ্যুৎ বিভাগ জোরপূর্বক প্রি-পেইড মিটার লাগাতে চায় তাহলে সকল বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হবে।
বক্তারা আরো বলেন যদি তার সটিক জবাব দিতে না পারে তাহলে নাগরিক সমাজ ঐক্য পরিষদ ভৈরবের সর্বস্তরেরর মানুষকে নিয়ে বিদ্যুৎ অফিস কর্তৃক প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে রুখে দাড়াবে বলে হুসিয়ারী দেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved