
নিজস্ব প্রতিবেদক: পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের একটি বাঁশঝাড় থেকে তমা খাতুন (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার প্রধান আসামীর নাম- মো. আদম আলী। তিনি আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
র্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গত ২৪ ডিসেম্বর একটি বাঁশঝাড় থেকে তমা খাতুন নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরেরদিন ২৫ ডিসেম্বর আটঘরিয়া থানায় একটি মামলা হয়। সেই মামলার প্রধান আসামী সাবেক ইউপি সদস্য মো. আদম আলীকে গ্রেফতার করেছে র্যাব।
তিনি আরও বলেন, পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved