
নিজস্ব প্রতিবেদকঃ আলমডাঙ্গার কুমারী গ্রামে যৌতুকের টাকা না দিতে পাড়ায় বর্ষা (১৯) নামের একজন আত্মহত্যা করেছেন । গতকাল শনিবার সন্ধ্যায় ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায় ।
নিহত বর্ষা কুমারী পূর্ব পাড়ার দিনমজুর রতনের মেয়ে।
প্রতিবেশী সূত্রে জানা যায়, গত আট মাস আগে উপজেলার বেলগাছি ইউনিয়নের বেলগাছি বোর্ড পাড়ায় শাকিল নামের এক টাইলস মিস্ত্রির সাথে বিয়ে হয় বর্ষার। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের টাকার জন্য মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী শাকিল ও তাঁর পরিবারের লোকজন। নির্যাতনের এক পর্যায়ে টাকার জন্য গত সপ্তাহে বাবার বাড়ি কুমারী পাঠিয়ে দেন শশুবাড়ির লোকজন। বাবার বাড়ি এসে যৌতুকের টাকা চান বর্ষা। কিন্তু তাঁর পিতা একজন দিনমজুর হওয়াতে এই টাকা দেওয়ার মতো সাধ্য না থাকায় কোন উপায় না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান গলায় ফাঁস লাগানোর সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved