
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার বেলা ২.৩০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুষ্ঠু ও সুন্দরভাবে সার বিতরণ নিশ্চিত করতে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকারের স্বাক্ষরিত পত্রে উক্ত সভার বিষয়ে জানানো হয়। সভায় নির্ধারিত তারিখ, সময় ও স্থানে সংশ্লিষ্ট সকল ডিলারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
সভার আলোচ্য বিষয়সমূহ:
১. চুয়াডাঙ্গা জেলার ইউরিয়া ও নন-ইউরিয়া সার উত্তোলন ও বিতরণ কার্যক্রম।
২. কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ।
৩. নন-ইউরিয়া সারের বর্তমান চাহিদা মোকাবেলার কৌশল।
৪. বিবিধ।
এছাড়া, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা এবং জীবননগর উপজেলার কৃষি অফিসারদের নিজ নিজ উপজেলার ডিলারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এই সভা সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved