
শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউজ পরিদর্শনের সময় তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব।’
সেনাপ্রধান বলেন, সব সম্প্রদায়ের ব্যক্তিরা যেন নিজনিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করতে পারে, সে বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিরলস ভাবে দায়িত্ব পালন করছে।
সেনাপ্রধান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, অন্যান্য সব সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবে। সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved