
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা থেকে যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া এবং হাটবোয়ালিয়া রোডে চলাচলকারী স্থানীয় বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিনের এই দাবিটি অবশেষে বাস্তবায়িত হওয়ায় ছাত্রসমাজের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা। তারা জানিয়েছেন, এটি শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিকভাবে সহায়ক হবে এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চুয়াডাঙ্গা ছাত্রসমাজ তাদের এ অর্জনকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। স্থানীয় বাস মালিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা আশা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার সমন্বয়ক আসলাম অর্ক, সজিব হোসেন ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, এই সুবিধা ভবিষ্যতেও কার্যকর থাকবে বলে তারা আশাবাদী।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved