
একবার নয়। টানা দুবার এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা এবারও জিতেছে। ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় রেখেছে আজিজুল হাকিমের দল।
এই এশিয়াজয়ী যুবাদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (২১ ডিসেম্বর) এশিয়া জয়ী যুবাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে বোনাস দেবার কথা জানিয়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ।গত ৮ ডিসেম্বর ভারতকে হারিয়ে এবারের আসরের শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পর দিন ট্রফি নিয়ে দেশে ফিরে লাল-সবুজের দল।
সেদিন হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় এসে পৌঁছানোর পর যুব দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছিলেন বিসিবির পরিচালকরা। সেদিনই জানা যায়, বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে বড় অর্থপুরস্কারের ঘোষণা আসতে পারে। অবশেষে এলো সেই ঘোষণা।
আজ ১৬তম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সেখানেই পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত হয়। সভা শেষে বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানান, 'আপনারা জানেন টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে যুব ক্রিকেটাররা ফিরেছে। আমরা তাদের দলের সবাইকে তিন লাখ টাকা করে পুরস্কার দেবার সিদ্ধান্ত নিয়েছি।'
শুধু এশিয়া কাপজয়ী যুবারা নয় নারীদের জন্যও আছে সুখবর মিলেছে। নতুন বছর থেকে নারী ক্রিকেটারদের বেতন বোনাস বাড়ানো হচ্ছে। সেই সাথে নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকাও আরও দীর্ঘ হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved