
নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের নয় মাস বয়সী এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আলিজা খাতুন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।
বনপাড়া ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা ব্যাপী টেস্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়াইগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved