
নিজস্ব প্রতিবেদক: পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যান গাড়ীর সংঘর্ষে ভ্যানচালক শিপন (২২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন বাসযাত্রী। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুরে পাবনা ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক শিপন রাজাপুর এলাকার ওয়াজ আলীর ছেলে।
মাধপুর হাইওয়ে পুলিশ জানায়, হানিফ পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ইঞ্জিনচালিত ভ্যানগাড়ীর সংঘর্ষে ভ্যানচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া বাসটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে। এঘটনায় আরো ১০ বাসযাত্রী আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।
মাধপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved