
তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার (২৫ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাকায় ডেনমার্কের রাজকুমারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
এরপর তিনি ঢাকা থেকে কক্সবাজারেরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এছাড়া সাতক্ষীরাও যাবেন তিনি। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সুন্দরবন ভ্রমণেও যাবেন।
এদিকে রাজকুমারীর আগমনকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আগামী ২৭ এপ্রিল ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। এর আগে ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved