
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহা সড়ককের দুর্জয় মোড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ভৈরব শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি ভৈরব ফল মার্কেট থেকে শুরু হয়ে দুর্জয় মোড়ে গিয়ে শেষ হয়। পরে একটি আলোচনা সভা হয়।
আলোচনা সভায় আলহাজ্ব এ আই এম মাহাবুব উল্লাহ আল কাদরী'র সভাপতিত্বে ও মাওলানা সালাহউদ্দিন ও মাওলানা মেশকাত রেজা'র সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন,
ভৈরব উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মাওলানা উসমান গনী, মাওলানা হারুনুর রশীদ রেজভী, মাওলানা খন্দকার দীন ইসলাম পীর সাহেব ও হাজী মোহাম্মদ রুবেল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আল্লামা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। এসব মিথ্যা মামলা দিয়ে সুন্নি জনতাকে দমিয়ে রাখা যাবে না। আল্লামা তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এছাড়া বক্তারা এই মামলার বিষয়ে সরকার সুষ্ঠু ব্যবস্থা নেবেন বলে আশা করে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর উসকানিতে গত শুক্রবার পুলিশের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আখাউড়ায় মামলা করে পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved