
শেয়ারবাজারে তালিজকাভুক্ত সামিট পাওয়ারের সব পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সামিট পাওয়ারের ৫টি পাওয়ার প্লান্ট রয়েছে। এরমধ্যে আশুলিয়ার ১১ মেগাওয়াট, মাধবদীর ১১ মেগাওয়াট ও চান্দিনার ১১ মেগাওয়াট পাওয়ার প্লান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।
এছাড়া জাঙ্গালিয়া ৩৩ মেগাওয়াট পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৪ জুন। এ প্লান্টের সঙ্গে বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) চুক্তি নবায়ন না করায় উৎপাদন বন্ধ রয়েছে।
আর মদনগঞ্জ ১০২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হয়েছে গত ২২ মার্চ। এরপরে বিপিডিবি এই প্লান্টের সঙ্গে ‘no electricity no payment without any guaranteed off-take’ এই শর্তে চুক্তি করে। তবে বিপিডিবি আগস্টের মাঝামাঝি থেকে বিদ্যুৎ নিচ্ছে না। তাই প্লান্টটি বন্ধ রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved