
নিজস্ব প্রতিবেদকঃ শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১০ টার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করেন। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী এ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। শহিদ শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের স্মরণে দিনটি পালিত হয়।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক, ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আয়োজনটি শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার একটি অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved