
নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে জলসা শুনতে গিয়ে নিখোঁজ এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচুবাগানে অর্ধনগ্ন অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নিহত শিশু কল্পনা খাতুন (৯) উপজেলার ওই ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের মা তাছলিমা খাতুন বলেন, ‘কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জলসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। শনিবার সকালে একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার বলেন, ‘এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। প্রাথমিক কাজ চলছে, পরে জানাতে পারব।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved