
ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন সুখকর হলো না। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারে’র হয়ে একটি চারদিনের ম্যাচ খেলেন সাকিব। কাউন্টি ক্রিকেটে ফেরার ম্যাচটিতে বল হাতে উজ্জ্বল সাকিব নেন ৯ উইকেট। তবে, সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা দুই আম্পায়ার।
এর প্রেক্ষিতে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। পরীক্ষার ফলাফলে ত্রুটি ধরা পড়ে। ফলে, সাকিবের বোলিং অ্যাকশন নিষিদ্ধ ঘোষণা করেছে ইসিবি।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের কোনো টুর্নামেন্টে আর বোলিং করতে পারবেন না সাকিব। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হলেন সাকিব। আর তাতে হলেন নিষিদ্ধই। পরীক্ষার ফল হাতে পেয়েই নিষেধাজ্ঞা কার্যকর করে ইংলিশ ক্রিকেট।
বিতর্ক আর সাকিব যেন পাশাপাশি হাঁটেন সবসময়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে তাকে আবার মাঠে দেখতে পাওয়া অনিশ্চিত। দল পাননি আসন্ন আইপিএলেও। এবার নিষিদ্ধ হলেন ইংল্যান্ডে। বাইশ গজের এক সময়ের সেরাদের সেরা তারকা সাকিবের কাছে এখন মাঠই যেন এক বিভীষিকার নাম।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved