
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় লাগাতার ছয় সপ্তাহ কর্মহীন থেকে চা বাগানে ফিরেছেন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ৫টি বাগানের প্রায় চার হাজার শ্রমিক। বকেয়া মজুরির মধ্যে দুই সপ্তাহের টাকা পেয়ে গতকাল মঙ্গলবার তারা কাজে যোগ দেন। ফলে প্রায় ৪০ দিন পর জেলার সরকার মালিকানাধীন ৫টি বাগান উৎপাদনে ফিরল। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিপাড়া ও জগদীশপুর এবং চুনারুঘাট উপজেলায় চন্ডিছড়া, পাড়কুল ও সাতছড়ি বাগান এনটিসির মালিকানায়। গতকাল মঙ্গলবার সবকটি বাগানেই শ্রমিকদের একযোগে কাজ করতে দেখা যায়।
চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল জানান ৬টি বাগানে শ্রমিক সংখ্যা প্রায় ৪ হাজার। বাগান মালিক পক্ষ সোমবার তাদের প্রত্যেককে ২ সপ্তাহের বকেয়া মাথাপিছু ২ হাজার ২০০ টাকা পরিশোধ করেছে। তিনি আরও জানান, ৬ সপ্তাহের মজুরি বকেয়া পড়ায় কর্মবিরতিতে নেমেছিল শ্রমিকরা। এর মধ্যে দুই সপ্তাহের মজুরি শোধ হয়েছে। আরও চার সপ্তাহ বাকি রয়েছে এছাড়া যে ছয় সপ্তাহ তারা কর্মবিরতিতে থেকেছে এই দিনগুলোর মজুরি দেওয়ার ব্যাপারে বিবেচনা করার জন্যও তিনি মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন চন্ডিছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি রনজিৎ কর্মকারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহের বকেয়া মজুরি পাওয়ায় চা শ্রমিক পরিবারগুলোতে কিছুটা স্বস্তি ফিরেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved