
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মগবাজারের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন তারা।
সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় ডা. শফিকুর রহমান ইরানের রাষ্ট্রদূতকে দেশের সার্বিক পরিস্থিতি অবহিত করেন।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমীর বলেন, দুদেশের বাণিজ্য সম্প্রসারণ আরো কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্বের যেসব মুসলিম দেশে যেসব সমস্যা হচ্ছে তা সমাধানেও আলোচনা হয়েছে। জামায়াতের উচ্চ পর্যায়ের একটি দল ইরান সফর করবে বলেও জানান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved