
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ক কয়েকটি মামলার এজাহার নামীয় আসামী আতাউস সামাদ বাবুকে (২৯) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাশিমনগর থানার এস.আই সোহেল রানা চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের ইউ/পি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুর রউফের ছেলে। পুলিশ জানায়-৪ ও ৫ আগষ্ট মাধবপুর উপজেলার কয়েকটি স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আতাউস সামাদ বাবুর নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা, মারধোর, কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি আগুন দিয়ে জালিয়ে দেয়ার অভিযোগে মাধবপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী।
তাছাড়া আরও কয়েকটি মামলার এজাহারে তার নাম রয়েছে শুক্রবারে তাকে আদালতে প্রেরন হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved