
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন (৩৫) কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।
পরে আজ সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রামের কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) রুবেল আফরাত এর নেতৃত্ব একটি টিম ভৈরব থানায় আসলে আসামী চন্দন কে তাদের কাছে হস্তান্তর করেন। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করে। এই মামলার ১নং আসামি চন্দন।
এর আগে বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনে নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রনকে রেলওয়ে জংশন এলাকা থেকে আটক করা হয়। পরে কোতোয়ালী থানায় জানানো হলে আজ সকালে ঐ থানার ইন্সপেক্টর (অপারেশন) রুবেল আফরাত এর নেতৃত্ব একটি টিম ভৈরব থানায় আসলে আসামী চন্দনকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved