
আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণির মুখে পড়ে আইরিশরা। তারা ১৮৫ রানে অল আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে ৩৭.৩ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।
ছোটো লক্ষ্যে তাড়া করতে নেমে ৯ রানেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা গড়েন ১৪৩ রানের জুটি। আর তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। শারমিন আউট হন ৮৮ বলে ৭২ রান করে। আর ফারজানার ব্যাট থেকে আসে ৬১ রান। অবশ্য এরপর বাংলাদেশকে আর কোনো বেগ পেতে হয়নি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৮ ও সোবহানা মোস্তারি ৭ রান করে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
এর আগে টসে জিগে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আইরিশরা। তবে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি দলটির ব্যাটাররা। তারা মাত্র ৯ রানেই সারা ফোর্বসের উইকেট হারায়। এরপর দ্বিতীয় উইকেটে এমি হান্টার ও গাবি লুইস মিলে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। হান্টার ২৩ রান করে ফিরলে তৃতীয় উইকেটে গাবি ও ওরলা পিন্টারগাস্ট মিলে যোগ করেন আরও ৪০ রান। এই দুজনের জুটি ভাঙলেই মূলত শুরু হয় আইরিশ ব্যাটারদের আসা যাওয়া। পিন্টারগাস্টের ব্যাট থেকে আসে ২৭ রান। যদিও একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন গাবি।
তিনি ৭৯ রানে করেন ৫২ রান। শেষদিকের ব্যাটারদের মধ্যে আর কেউই বলার মতো রান করেননি। আইরিশদের দুশর নিচে অল আউট করে দিতে সবচেয়ে বড় অবদান রেখেছেন ফাহিমা খাতুন। এই স্পিনার একাই নিয়েছেন তিনটি উইকেট। আর দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। আর একটি করে উইকেট পান রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। এর আগে এই সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ ও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় দিয়ে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved