
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে যাত্রা শুরু করলো এসিসি কম্পিউটার ব্র্যান্ড (ACC Computer Brand)। সর্বাধুনিক প্রযুক্তি ও ইউরোপীয়ান গৌরবময় ঐতিহ্যের মিশেলে বিশ্বস্ততা ও শৈল্পিক নিদর্শনের অন্যতম উদাহরণ বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ড। এই ব্র্যান্ডে কম্পিউটার পণ্য উন্মোচন করলো বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী, বাজারজাতকারী এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডের পাশাপাশি এসিসি ব্র্যান্ডেও প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ, ডেস্কটপ, মনিটরসহ বিভিন্ন কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে ওয়ালটন ডিজি-টেক।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনে এসিসি কম্পিউটার ব্র্যান্ডের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
ওয়ালটন ডিজি-টেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এমআইএসটি’র কমান্ডান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন ও রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা।
প্রাথমিকভাবে এসিসি ব্র্যান্ডের জন্য ৪ মডেলের ল্যাপটপ, ২ মডেলের ডেস্কটপ এবং ১ মডেলের মনিটর উৎপাদন করতে যাচ্ছে ওয়ালটন। এসিসি ব্র্যান্ডের ল্যাপটপ এবং ডেস্কটপগুলোতে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের থারটিন এবং ফোরটিন জেনারেশন এবং এআই আল্ট্রা চিপসেটসমৃদ্ধ কোরআই থ্রি, কোরআই ফাইভ এবং কোরআই সেভেন প্রসেসর। পর্যায়ক্রমে এসিসি ব্র্যান্ডের অন্যান্য আইটি পণ্যও উৎপাদন করবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved