
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও হিন্দুত্ববাদী সংগঠন 'ইসকন' কে নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে খেলাফত মজলিস ভৈরব শাখা।
শুক্রবার(২৯নভেম্বর) জুমার নামাজ শেষে দূর্জয় মোড় নূরানী মসজিদের সামনে খেলাফত মজলিস ভৈরব শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ভৈরব শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ। খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ইকবাল ফারাবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি ডাক্তার মাওলানা আনাস মাহমুদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, খতিব মুফতি নাজমুল ইসলাম, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আল আমীন সাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম রিজন, অফিস ও প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম রাদিফ, হাজী জামাল উদ্দিন, নিশাদ খন্দকার প্রমুখ।
এসময় বক্তারা অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও রাষ্ট্রদোহী সংগঠন 'ইসকন' কে নিষিদ্ধের জোর দাবী জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved