
আজ রাতে আর্মি স্টেডিয়ামে 'ম্যাজিক্যাল নাইট ২.০' কনসার্টে গাইবেন পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গতকাল বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি।
কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকেরা জানিয়েছেন, আজ রাত আটটার পর মঞ্চে উঠবেন এই তারকা। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে 'ও লামহে ও বাতে', 'আদাত', 'তেরে বিন', 'তু জানে না' থেকে 'পেহলি দফা'র মতো গানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের। আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।
২০০৩ সালে ব্যান্ড 'জল'-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে থাকেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। আতিফ ছাড়াও কনসার্টে গাইবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।
পাকিস্তানের আবদুল হান্নান জনপ্রিয়তা পান ‘ইরাদে’ ও ‘বিখরা’ গান দিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ‘ইরাদে’ গানটি শোনা হয়েছে ৭ কোটি ৮৭ লাখের বেশিবার। একই বছর মুক্তি পাওয়া ‘বিখরা’ শোনা হয়েছে ৩ কোটি ৮১ লাখ বারের বেশি।
দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্টে দেখা যাচ্ছে সংগীতশিল্পী তাহসান খানকে। ‘আবার দেখা হবে’, ‘গোলোকধাঁধা’, ‘সোডিয়াম’-এর মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের নজর কেড়েছে
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved