
হতাশার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সফরের প্রথম টেস্টেও একই চিত্র। বাজে ব্যাটিং, অতঃপর হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ হেরেছে ২০১ রানের বিশাল ব্যবধানে। সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছেন মিরাজ-তাসকিনরা।
বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকই করেছেন। এমনকি প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থেকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন কঠিন সিদ্ধান্ত। এক উইকেট হাতে রেখেই ঘোষণা করেন ইনিংস। মিরাজের বাজি বেশ ভালোভাবে কাজে লাগান বোলাররা। তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৬৪ রানে ছয় উইকেট, টেস্টে প্রম ফাইফার) দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। বাংলাদেশের ৩৩৪ রানের।
লক্ষ্যটা বড় ছিল। তবে, বড় কিংবা ছোট—বরাবরেই মতো ব্যর্থ ব্যাটাররা। আসা যাওয়ার মিছিলে বাংলাদেশ করতে পেরেছে ১৩২ রান। পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতে শেষ তিন উইকেটের পতনে ম্যাচ হারে সফরকারীরা। হারের পর অধিনায়ক মিরাজ দুষলেন ব্যাটারদেরই। বোলারদের অবশ্য ভাসিয়েছেন প্রশংসায়।
ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা দারুণ করেছে। তাসকিন ছয় উইকেট পেল। প্রথম ইনিংসে তাইজুলও ভালো বোলিং করেছে। কিন্তু, ব্যাটাররা ভালো করতে পারেনি। আমরা বেশ কিছু ভুল করেছি। তবে, খেলায় এসব হয়ই। আমরা জানি, ভুলগুলো কোথায়। আশা করি, পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved