
চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে ঢালিউডের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা বহু পুরোনো। যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বৈরিতায় রূপ নিয়েছে। গত ২০ নভেম্বর শবনম বুবলীর জন্মদিনকে কেন্দ্র করে এই দুই নায়িকার কোন্দলের চিত্র আরও একবার প্রকাশ্যে এসেছে।
বুবলীর জন্মদিনের তিনদিন পর গতকাল রোববার (২৪ নভেম্বর) অপু বিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে একটি অট্টোহাসির ইমোজি জুড়ে দেন তিনি। যা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
এই পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, অপু হয়তো বুবলীকে উদ্দেশ্য করে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন। যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের।
কারণ ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। ওই বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি।
Advertisement
সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে। একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্যও করেন।
সেই ঘটনার দুই বছর পর আবারও বুবলীর জন্মদিনে তাকে খোঁচা দিতে গেল অপু বিশ্বাস। যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর পোস্টটিকে ঘিরে নানা ধরনের আলোচনা চলতে থাকে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved