
বিশ্বজুড়ে ছড়িয়ে আছে জনপ্রিয় কোরিয়ান পপ বা কে-পপ গানের ভক্তরা। তাদের জন্য সুখবর নিয়ে আসছে কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা (লালিসা মানোবান)। খুব শিগগিরই প্রকাশিত হচ্ছে তার গানের প্রথম স্টুডিও অ্যালবাম।
অল্টার ইগো' শিরোনামে প্রথম স্টুডিও অ্যালবামে লিসা নিয়ে আসছেন নতুন সুর আর নতুন ঘরানার গান। নিজের নতুন অ্যালবাম নিয়ে তাই উচ্ছ্বসিত‘ব্ল্যাকপিংক’-র লাস্যময়ী এ গায়িকা।
নতুন অ্যালবামের আগে চলতি বছরের জুনে ‘রকস্টার’ শিরোনামের একটি গান প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছিলেন লিসা। সে গানের জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সেরা কে-পপ’ শিল্পীর পুরস্কার অর্জন করেছিলেন এ গায়িকা।
কোরিয়ার গানের জগতে লিসাই প্রথম কোনো একক কে–পপ শিল্পী, যিনি দুইবার এই বিভাগে পুরস্কার পাওয়ার নজির গড়েছেন। এছাড়া লিসার ঝুলিতে আছে ‘নিউ উইমেন’ গানের জন্য সেরা কোলাবোরেশন এবং ‘বিগেস্ট ফ্যানস’ পুরস্কারও।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’-এ লিসা ছাড়াও রয়েছেন জিসু, জেনি, রোজ নামের সুন্দরী গায়িকারা। তবে তাদের সবাইকে হটিয়ে বরাবরই লিসার গানের সুর, কথা, পরিবেশনা, ব্যক্তিত্ব নজরে পড়ে দর্শকদের। তাই আশা করা হচ্ছে, নতুন অ্যালবামেও চমক দেবেন লিসা।
১৩ বছর বয়স থেকে দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হতে শুরু করেন থাইল্যান্ডের মেয়ে লিসা। ২০১৬ সালে যোগ দেন ব্ল্যাকপিংকে। এরপর কেবলই অর্জনের গল্প। সে কারণে লিসার ভক্তদের মাঝে এখনই উন্মাদনা তৈরি হয়েছে নতুন অ্যালবামটি নিয়ে। ভক্তদের শান্ত করতে লিসা জানিয়েছেন, আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'অল্টার ইগো' নামের নতুন অ্যালবামটি।
প্রসঙ্গত, থাই র্যাপার ও সংগীতশিল্পী লিসা ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও জনপ্রিয়। তাই ২৭ বছর বয়সী এই তারকার একক অ্যালবামের ম্যাজিক্যাল ছোঁয়া দেখবার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্ত ও নেটিজেনরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved