
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে তর্কাতর্কির জেরে ধরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে সোহাগ নামে কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত হারন উর-রশিদ সোহাগ (৩৫) উপজেলার শম্ভুপুর বড় কান্দা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
রোববার(১৭নভেম্বর)রাত ৭টা দিকে শম্ভুপুর রেল গেইট সংলগ্ন এলাকার একটি চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাত ৮ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী ও ছোট বোন বৈশাখী জানান,রাত ৭ টার দিকে কাপড় ব্যবসায়ী হারুন - উর রশিদ সম্ভুপুর রেল গেইট এলাকায় চায়ের দোকানে বসা ছিল। এসময় একই এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম নেশাগ্রস্থ অবস্থায় তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতর্কি করার এক পর্যায়ে পকেট থেকে ছুরি বের করে তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান জানান, নিহত সোহাগের বুকে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে ধারনা করছি।
ভৈরব থানার এসআই সাখাওয়াত জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ থানায় নিয়ে আসি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved