
নিজস্ব প্রতিবেদকঃ এবি ব্যাংক মাস্টারকার্ড বিজনেস (ফাইনান্সিয়াল ইনক্লুশন) এবং মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক) ২০২৩-২৪ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে। এবি ব্যাংক এ বছর ফাইনান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে এককভাবে শীর্ষস্থান অর্জন করে।
এবি ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারিক আফজাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন জনাব তৃষিতা মওলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামাল এবং এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved