
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকস সহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (১৫-নভেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ভার্ড ভ্যান থেকে এগুলো জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ইমদাদুল বারী খান এক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে চোরাচালান ভারতীয় পণ্য ভর্তি একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে কাভার্ড ভ্যানটিতে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী পাওয়া যায় যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved