
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নন্দন ফুড প্রোডাক্টসকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল চারটায় পৌর শহরের নাটাল মোড় এলাকায় অবস্স্থিত নন্দন ফুড প্রোডাক্টস এর কারখানায় যৌথ অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। এসময় লাইসেন্স নবায়নকৃত না থাকায় এবং বেকারির অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক ছগির আহমেদকে নগদ ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি।
অভিযানে নরসিংদী বিএসটিআই এর ফিল্ড সুপারভাইজার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে ভৈরব থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি জানান, সচেতনতামূলক ভাবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। কারখানার অভ্যন্তরের পরিবেশ সাস্থ্যসম্মত না থাকায় এবং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নকৃত না থাকায় অর্থদন্ড করা হয়। অন্যান্য খাবার তৈরির কারখানা গুলোতেও এসব অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved