
জধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আজ রোববার (১০ নভেম্বর) সকালেও অবস্থান করছেন ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে তারা গতকাল রাত থেকেই জড়ো হয়ে বিক্ষোভ করছেন। সকাল থেকে এ জমায়েতে যোগ দিচ্ছেন আরও অনেকে।
এর আগে এই গণজমায়েত কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার রাতে তারা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।
ওই পোস্টে সংযুক্ত একটি পোস্টারে বলা হয়, রোববার দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করা হবে।
এর আগে, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে রোববার গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এরপরই পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে অবস্থান করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved