
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে ১হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ
বুধবার (৬নভেম্বর)সকাল ১১টার সময় কৃষি অফিসের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে এ সার বীজ বিতরণ করা হয়।
২০২৪-২০২৫ অর্থবছরের রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী,চিনাবাদাম, শীতকালীন পেয়াজ,মুগ,মসুর ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাজে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
বিভিন্ন কর্মচারি কর্মকর্তাগণ। প্রধান অতিথি উপস্থিত কৃষকদের মাঝে জনপ্রতি এক কেজি বীজ,১০কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন,কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি ও অব্যাহত রাখতে বর্তমান সরকার বিনামূল্যে সার,বীজসহ বিতরণ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদন বাড়াতে হবে।সারের সুষম ব্যবহার করতে হবে।এতোটুকু জায়গাও পতিত রাখা যাবেনা।
কৃষি অফিসার আকলিমা বেগম বলেন,জমির রক্ষণাবেক্ষণসহ ভালো ফলের জন্য সব সময় মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এই ক্ষেত্রে সরকারের নিয়ামক শক্তি হলো দেশের কৃষক। তাই কৃষকের পাশে যেমন সরকার সহায়তা নিয়ে দাঁড়িয়েছে, তেমনি কৃষককেও তার সেরা শ্রম আর মেধা দিয়ে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved