
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে চলছিল আলোচনা। শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। তবে বাদ পড়েছেন লিটন দাস। এছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।
এর আগে গত বুধবারই আফগানদের বিপক্ষে সাকিবের না খেলার সম্ভাবনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নেই। আমার মনে হয় ওর একটু সময় দরকার, আবার দলে যোগ দেওয়ার আগে। এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম।
এদিকে, আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগামী ৩ ও ৪ নভেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৬ নভেম্বর। পরের দুটি হবে ৯ ও ১১ নভেম্বর।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved