
নিজস্ব প্রতিবেদকঃ বৃহৎ পরিসরে ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় যাত্রা শুরু করলো আইএফআইসি ব্যাংক মৌলভীবাজার শাখা। রবিবার পুরাতন ঢাকার চকবাজারে অবস্থিত শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম,
হেড অফ অপারেশনস্ধসঢ়; জনাব হেলাল আহমেদ, শাখা ব্যবস্থাপক জনাব এম এ ইয়াসিন আরাফাত ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি, দীর্ঘ ৪০ বছর ধরে এই শাখার মাধ্যমে চকবাজার অঞ্চলে গ্রাহকদের সব ধরনের ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে গ্রাহকদের আরো নিকটবর্তী হয়ে উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে শাখাটি নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। আইএফআইসি প্রতিটি গ্রাহককে তার প্রয়োজন অনুসারে সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট। সবশেষে আইএফআইসি ব্যাংকের সাথে থাকার জন্য তিনি গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved