
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ভৈরব থানায় রুজুকৃত মামলার আসামী ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী কমিটির সদস্য রহিম ভূঁইয়া গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত( ১৯জুলাই) দুপুর অনুমানিক ২ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লক্ষীপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের হলে কতিপয় দুষ্কৃতিকারী উক্ত মিছিলে হামলা করে। উক্ত হামলার ঘটনায় রুবেল সরকার (৩২) বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১৪/২৯৩, তারিখ-২৭/০৮/২০২৪ খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ 3/3A The Explosive Substances Act, 1908। মামলা রুজুর পর র্যাব-১৪,সিপিসি-২,ভৈরব ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প এবং ভৈরব থানা পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে অদ্য (২৪ অক্টোবর)দুপুর পোনে ৩ ঘটিকায় ভৈরব থানাধীন কমলপুর সাকিনস্থ মুসলিমের মোড় এলাকা হতে ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী কমিটির সদস্য আসামী রহিম ভূঁইয়া (৩০), পিতা-গোলাপ ভূঁইয়া সাং-ভৈরবপুর উত্তরপাড়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved