
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি ২ ক্যাম্পের সদস্যরা। এসময় ৫০ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি -ব্রাহ্মণবাড়িয়ার -আশুগঞ্জের চরচারতলা গ্রামের মোঃ হেলাল মিয়ার চেলে সাগর মিয়া (২৩)।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক গত (২২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাতটা বিশ ঘটিকায় পৌর শহর ভৈরব বাজার পৌরসভার সামনে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল আরোহী এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এসময় ধৃত আসামীকে তল্লাশী করলে তার হেফাজত হতে ৫০ বোতল স্কার্ফ সিরাপ, ব্যবহৃত মোটরসাইকেল এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৮০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
র্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ শহীদুল্লাহ প্রেস বিজ্ঞপ্তিতে জানান
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট পাইকারী/খুচরা বিক্রয় করে আসছিল।
উক্ত ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী ও আলামত হস্তান্তর সম্পন্ন হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved