
তারল্য সংকটে ভুগতে থাকা ছয় দুর্বল ব্যাংককে এক হাজার ৬৪০ কোটি টাকা ঋণ দিয়েছে সবল তিন ব্যাংক। সবল-দুর্বল ব্যাংকের চুক্তির আওতায় এই অর্থসহায়তা দিচ্ছে সবল তিনটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পাওয়ার পর গত বুধবার এই তহবিল স্থানান্তর করা হয়।
ঋণ সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক। ঋণ দিয়ে সহায়তা করা ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক।
ঋণ সহায়তার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা আজ রোববার (২০ অক্টোবর) বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। সামনে আরও কিছু ব্যাংক এ সহায়তা পাবে। এ বিষয়ে আলোচনা চলছে।
জানা যায়, এক্সিম ব্যাংক ৪০০ কোটি টাকা পেয়েছে সোনালী ব্যাংক থেকে। ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৩২০ কোটি টাকা। এর মধ্যে ২২০ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক ও ১০০ কোটি টাকা দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ৩৭৫ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক। সোস্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক ২০০ কোটি এবং ডাচ বাংলা ব্যাংক ১০০ কোটি টাকা দিয়েছে। ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি টাকা পেয়েছে সোনালী ব্যাংক থেকে। গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ৯৫ কোটি টাকা। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দিয়েছে ২০ কোটি টাকা ও সোনালী ব্যাংক ৭৫ কোটি টাকা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved