
দৈনিক আমার দেশ পত্রিকা আগামী ডিসেম্বরের মধ্যে পুনরায় বাজারে আসবে বলে জানিয়েছেন এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আমার দেশ পরিবার’ আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান।
মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশ আবার আসবে। আমাদের যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান, ডিসেম্বরে মধ্যে আপনাদের হাতে এই পত্রিকা তুলে দেবো। হাতে আড়াই মাসেরও কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করব।’
তিনি বলেন, ‘আমার দেশ স্বাধীনতার কথা বলবে, ভারতীয় কর্তৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলবে, গুম-সন্ত্রাসের বিপক্ষে আওয়াজ তুলবে। শুধু সরকারের কাছে চাওয়া, এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাধায় না পড়ে, সেই সহযোগিতা করুন।’
মাহমুদুর রহমান বলেন, ‘আমার বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের হাতিয়ার আমার দেশ পত্রিকার ছাপাখানা ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার। আমাকে টুকরো টুকরো করতে না পেরে ছাপাখানাকে টুকরো টুকরো করেছে। এটাই শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র। অথচ, বড় কোনো সম্পাদককে এর কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। এটাই মিডিয়ার চরিত্র।’
একমাত্র ‘আমার দেশ’ই করপোরেট এবং দলীয় মিডিয়া নয়, দাবি করে তিনি বলেন, ‘একটি শক্তিশালী মিডিয়া দরকার, যা করেপোরেট স্বার্থে কিংবা দলীয় স্বার্থে দাঁড়াবে না। অধিকার আদায় এবং গণমানুষের জন্য দাঁড়াবে।’
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে বাজারে আসে দৈনিক আমার দেশ। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি। ২০১৩ সালের ১১ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় ‘আমার দেশ’র প্রকাশনা। এর আগে ২০১০ সালের জুনেও ১০ দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। দুইবারই গ্রেপ্তার হন সম্পাদক মাহমুদুর রহমান। সাড়ে তিন বছর জেলে থাকার পর ২০১৬ সালের নভেম্বরে মাহমুদুর রহমান জামিনে মুক্তি পান। পরে তিনি লন্ডনে চলে যান। সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved