
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার উদ্যোগে নৈরাজ্যবাদের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় গণ সমাবেশ।
বৃহস্পতিবার ১৭অক্টোবর বিকেলে হাজী আসমত সরকারি কলেজ মাঠে ভৈরব উপজেলা শাখার আহবায়ক মাওলানা আব্দুল্লাহ আল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস, আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, মাওলানা আতাউল্লাহ আমীন,সহ কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দরা।

এসময় বক্তৃব্যে মামুনুল হক বলেন, বিজয় ও স্বাধীন অর্জন করা যতটা কঠিক, সেই স্বাধীনতাকে ধরে রাখা ও বিজয়ের সু-ফল গড়ে তুলা তারচেয়ে বেশী কঠিন। এছাড়া আরো বলেন যারা ছাত্র জনতা ও আবু সাঈদ, মীর মুগ্ধ হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে। যদি সেই বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়। জনতার আদালতে তাদের কে জবাবদিহিতার কাঠগড়ায় দাড় করাতে হবে। শেখ হাসিনা সরকার তার দল আওয়ামী লীগ বিগত ১৬বছর পযন্ত বাংলাদেশ মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved