
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো প্রবল প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নিজেদের করে নেয় ফরচুন বরিশাল। গত মৌসুমের চ্যাম্পিয়নদের দলে এবার চারজন অধিনায়ক। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়কের পাশাপাশি বিভিন্ন সময় দলকে নেতৃত্বে দেওয়া আরও তিনজন খেলবেন বরিশালে। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্তাধিকারী মিজানুর রহমান মনে করেন, নিলামে ভাগ্য তাদের সহায় হয়েছে।
বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে এই নিলাম অনুষ্ঠান। দেশি-বিদেশিদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ এক দল গঠন করেছে বিপিএলের বর্মান চ্যাম্পিয়ন বরিশাল। তাদের দলে আছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি আছেন সাবেক তিন অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
নিলামের পর মিজানুর রহমান বলেন, ‘আমরা গতবারের চ্যাম্পিয়ন। এবারও চিন্তা করেছি ভালো দল গড়ার। আমরা তা করতে পেরেছি। চারজন অধিনায়ক আছেন আমাদের দলে। মাঠে এটি আমাদের সাহায্য করবে। আমরা সবাই মিলেই দল গুছিয়েছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল এই দল। আশা করি, এবার আমরা আরও ভালো খেলা উপহার দেব। এ ছাড়া, নিলামের টেবিলে ভাগ্য আমাদের সহায় হয়েছে।’
দেশি খেলোয়াড় : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
বিদেশি খেলোয়াড় : ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved