
হালাল উপার্জনে আছে মহান আল্লাহর অফুরান বরকত (বারাকাহ)। বর্তমান সময়ে বড় সমস্যা হলো বেশির ভাগই কেবল খাওয়ার ক্ষেত্রেই হালাল খোঁজা হয়, আর উপার্জনের ক্ষেত্রে হালাল-হারামের বাছ-বিচার করা হয় না।
রোববার (১৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে হালাল উপার্জনের মাঝে প্রশান্তি আছে বলে উল্লেখ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
তিনি বলেন, ‘হালাল-এর মাঝেই আছে অফুরান বারাকাহ। আমাদের মুসলিমদের বড় সমস্যা হলো, আমরা শুধু খাওয়ার ক্ষেত্রেই হালাল খুঁজি, উপার্জনের ক্ষেত্রে বাছ-বিচার করি না। শয়তান আমাদের মাঝে হারামকে নানাভাবে উপস্থাপন করে বোঝাতে চায়-- হারামেই আরাম। অথচ প্রশান্তি আছে হালাল উপার্জনের মাঝে। হোক না সেটা সামান্য, হালাল-এর মাঝেই আছে অফুরান বারাকাহ।’
এর আগে দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১১ অক্টোবর) ফের এক মাসের জন্য মালয়েশিয়া চলে যান তিনি।
যাওয়ার আগে ওয়াজ-মাহফিল নিয়ে তিনি লেখেন, ‘আমি এ জমিনে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে, কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও অ্যাকাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। শিগগিরই এসব প্রকল্পের ঘোষণা আসবে, ইনশাআল্লাহ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved