
গাইবান্ধার সাঘাটা উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে আবু সাঈদ (৫০) নামে স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা-সাঘাটা সড়কের ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আবু সাইদ উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের বাসিন্দা এবং বাজে ফুলছড়ি উপজেলার বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিজ বাড়ি থেকে স্ত্রী, সন্তানকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে শিক্ষক আবু সাইদ গাইবান্ধা শহরে যাচ্ছিলেন। পথে ভাঙ্গামোড়ে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের্ গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আবু সাঈদ মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারান এবং স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। স্ত্রী মোর্শেদাকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় থানায় অজ্ঞাত আসামি করে সড়ক আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved