
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৩ জন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘দুর্গাপূজার অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। ঝামেলা ছাড়াই পূজা উদযাপন সম্পন্ন হবে।’
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশের ৩২ হাজার পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে কাজ করছে বলেও জানান এ কে এম শহীদুর রহমান।
তিনি বলেন, ‘কোনো অপশক্তি বাধা হয়ে দাঁড়াবে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোদিন অপশক্তিকে প্রশ্রয় দেয়নি এবং দেবেও না। ২৪ ঘণ্টা আমরা মনিটরিং করছি।’
ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বড় ধরনের অপতৎপরতা চালানো হয় উল্লেখ করে র্যাবের মহাপরিচালক বলেন, ‘গুজব রুখতে র্যাব কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপশক্তি অপতৎপরতা চালাতে পারবে না। নিরাপত্তার বিষয় নিয়ে কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved