সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ এপ্রিল) দেশের দুই পুঁজিবাজারেই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে, বাড়তে দেখা গেছে বাজার মূলধনও।
বাজার পর্যালোচনায় দেখা যায় বেলা সাড় ১১টা পর্যন্ত ডিএসইতে ২৩০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক চার পয়েন্ট কমে অবস্থান করছিল ৬ হাজার ৬৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছিল ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দুই পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৪৫১পয়েন্টে।
এখন পর্যন্ত ডিএসইতে ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। সিএসইতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৭ কোটি ৯০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply