হরিপুর (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত বছরের তুলনায় চলতি মওসুমে টমেটোর আবাদ বেশী হওয়ায় হাট-বাজার গুলোতে বেশী পরিমান আমদানী হওয়াতে বাজার দর কমতে কমতে এমন অসহনীয় পর্যায়ে এসেছে যে, টমেটো ক্ষেত হতে শ্রমিক দিয়ে তুলে এনে হাট বাজারে বিক্রি করে শ্রমিকের মুজুরী উঠে আসছেনা।
বর্তমান বাজার দর খুচরা কাঁচাসবজী বিক্রেতাগণ কৃষকদের নিকট থেকে ১৮০/২০০, টাকা মন দরে ক্রয় করছে।
এ ব্যাপারে কাঁচা সবজী বিক্রেতা মিন্টু, মোঃশাফিউর রহমানের সহিত যোগাযোগ করলে জানানযে, হাট-বাজারগুলোতে টমেটোর আমদানী বেশী হওয়ায় বিক্রিকম। কমদামে কিনে কমদামে বিক্রি করতে হয়।
এ ব্যাপারে টমোট চাষি মোঃআনিসুর রহমান সাবেক মেম্বারও মোঃ শরিফ আরো অনেকে টমেটো চাষি গণ জানালেন যে, বেশী পরিমান আবাদ হওয়ায় চাহিদা কম।
অপর দিকে উপজেলা কৃষি অফিসার মোঃ রুবেল হুসেন এর সহিত যোগাযোগ করলে প্রতিবেদকে অবহিত করেন যে, কাঁচা সবজী সংরক্ষনাগারের অভাবে শবজী চাষিরা ন্যয্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply