ইসরাইলের উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রবল বৃষ্টিপাতের জেরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর ফলে বেশ কিছু অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বন্যার কারণে ইসরাইলের উত্তরাঞ্চলের শহর কারমিয়েল, নাজারেথসহ গোলানি জাংশন এবং অন্যান্য এলাকার রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, অতি বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে গাড়ি আটকে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যায় বিভিন্ন সড়কে আটকে থাকা গাড়ি অনেকে ঠেলে পার করার চেষ্টা করছেন। অনেক ইসরাইলি গাড়িতে আটকা পড়েছেন।
তবে এ আকস্মিক বন্যার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ। এর আগে গেল মাসে দক্ষিণ গাজা ও রাফা এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছিল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply