নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নতুন প্রধান উপদেষ্টা হয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক এড. হাসনাত কাইয়ুম ও উপদেষ্টা হয়েছেন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান ফিরোজকে কো—অপ্ট করা হয়।
আজ ০৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার সকাল ১০ টায় ২২/১, তোপখানা রোড, ৪র্থ তলায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে উপরোক্ত ব্যক্তিবর্গকে ভূমিহীন আন্দোলনে যুক্ত করা হয়।
উল্লেখ্য বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন গত ১৩ আগস্ট ২০২৩ সকাল ৬ টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে প্রধান উপদেষ্টার পদ শূন্য হওয়ায় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply